নদী, তুমি হারায়ে যাও স্মৃতির পাতায়!
বংশপরম্পরায় বসত ভিটায় ক্ষত-বিক্ষত
ডালাপালা চূর্ণ বিচূর্ণ করে
বুকে পড়েছে শত সহস্র ক্ষত।


ওপাড়ে তুমি জাগলে
স্বপ্নে বিভোর হয়ে ভাসি
নতুন শব্দে নতুন আশায়;
নদী
নদী, তুমি হারায়ে আবার ভাসাও স্মৃতির পাতায়!


২০ মে ২০২৩