আহা!
কী সুন্দর আইডি
দেখতে আজিমপুর কবরস্থান!
না না; একদম হুর-পরী।

এ-যুগে হুর-পরীরাও
রিয়েক্ট খুঁজে নির্জন শহরে
ভেজালের আস্তিনে।

আর আমি না হয়
একটা রিয়েক্ট দিয়েই দিব।

ও সেটা আবার কি
আর কীভাবে দিতে হয়?
আসলে রিয়েক্ট কি
জানেন কেউ
কেউবা কখন দেখছো রিয়েক্ট।

সাদা রিয়েক্ট! লাল রিয়েক্ট!
নীল রিয়েক্ট! হলুদ রিয়েক্ট!
রক্তক্ষরণ রিয়েক্ট!
আর না কতই রিয়েক্ট!

রিয়েক্ট এর নতুন নগরে
যুদ্ধ বাজে রিয়েক্ট এর জন্য।

আদিম বন্যতা কাঁদে
জিঘাংসার জীবনে
শুধুমাত্র একটি রিয়েক্টের জন্য
ইরান ভূখণ্ডে।


রচনাকাল
রবিবার
২৩ জুন ২০২৫