প্রতি তিন মাস পর পর
রক্ত দানে হই আগুয়ান।
সময়ে সময়ে রক্ত দানে
ভালোবাসায় বাঁচুক প্রাণ।।

রক্ত দানে জীবন বাঁচাই
দাতা খুঁজে পাশে দাঁড়াই

প্রতিটি প্রাণে
জীবন বাঁচুক জীবন হাসুক
মানুষে মানুষে
রক্ত দানের সমাজ গড়ুক।।