আজ ভারতবর্ষের স্বাধীনতা দিবস । প্রথমেই সকল কে জানাই শুভেচ্ছা । আমার সবার কাছে প্রশ্ন স্বাধীনতা কাকে বলে ? যদি বলা হয় ১৫ ই অগাস্ট আমাদের স্বাধীনতা দিবস তার মানে ধরে নিতে পারি যে এই একটা দিন যখন আমরা স্বাধীন ভাবে সবকিছু করার অধিকার পাই । এই দিন বিধিনিষেধ এর রক্ত চক্ষু দেখব না । আমরা  আক্ষরিক অর্থে স্বাধীন । তা নয় ? তবে কি ? এই দিন আমরা স্বাধীন হয়েছিলাম? কিন্তু ইতিহাস তো অন্য কথা বলে । ১৫ই অগাস্ট  ক্ষমতা হস্তান্তর হয়েছিল মানে স্বাধীনতা ব্রিটিশ রা দিয়ে গেছিল তা আমরা অর্জন করিনি ।তবে স্বাধীনতা মানে আমার কাছে স্বাধীন ভাবে বাঁচার অধিকার প্রাপ্ত হওয়া । এবং অবশ্যই মেয়েদের মেয়েমানুষ না ভেবে মানুষ ভাবার মানসিকতা । তাই সমস্ত দেশে যখন স্বাধীন হওয়ার সবরকমের অধিকার প্রাপ্ত হব সেইদিনই আসবে কাঙ্ক্ষিত স্বাধীনতা দিবস ,  যা কেবল একটি নির্দিষ্ট দিনের স্মৃতি চারণায় আবধধ থাকবে না ।