দক্ষিণ বাংলার মানু মোরা,
বরিশালে মোগো বাড়ি।
বালাম চাউলে সেরা মোরা,
কিষ্ষি কাম মোরা জানি।
কুড়িআনার গৈইয়া বালো,
মোগো দ্যেশের ঝাল পান।
এডা বাংলার লক্ষী ভান্ডার,
এহানে ফলে ম্যেলা ধান।
ঝালকাঠির মোয়া বালো,
বরিশালের লঞ্চে মোরা সেরা।
বাংলার সব চাইতে সুন্দর,
মোগো দ্যেশ নদী দিয়া ঘেড়া।
মোগো দ্যেশে লেমু ফলে,
ফলে কাডালি ক্যেলা।
জলের রাজ্যে থাহি মোরা,
ইছা মাছ পাওয়া যায় ম্যেলা।
সুবারি ফলে ঝুরি ঝুরি,
আমড়ার কথা দিলাম বাদ।
মোরা নৌকা ভইরা শাপলা তুলি,
এহানের,আনাজি কলার সেই স্বাদ।
মান কচু আর গাব ফলে,
ফলে পানিকচু আর বই (লতি)।
মোগো দ্যেশের মাডি উর্বর,
বৃন্ধি ধানের সেরা খই।
মোগো দ্যেশ পড়ালেহায় বালো,
শিক্ষার হার সবচাইতে বেশি।
একবার আইয়া ঘুইড়া যাবেন,
মোগো আলাপে হবেন খূশি।
আট মাত্রায় স্বরবৃত্ত ছন্দে,অপূর্ণ পর্ব তিন ও চার