তোমার চাঁদ মুখখানি
এ হৃদয় আকাশে হেঁসেছে।
এই মন জুড়ে আজ
এ কোন জোছনার জোয়ার এসেছে।
তাই তো আজি পুলকে
এ মনটি হাওয়ায় ভেসেছে।
তোমা রূপের আলো দেখে
এ শরীরের শিহরণ জেগেছে।
আলোয় আলোয় পরাণ হারায়,
আলোর দিশায় আলোর আশায়,
আলোর নেশায় মন ছুটে যায়।
জানি এ যে স্বপ্ন
এ মন তবু তোমারে দেখেছে।
তুমি যে আমার প্রিয়তমা
এ আঁধার রাত বুঝি জেনেছে।