একটুখানি চেয়ে দেখ ভাই
সে যে মস্ত বড় দেশ
ফুলে ফলে ভরা অশেষ
মান হানা-হানি নাই ।


একটুখানি চেয়ে দেখ ভাই
শ্যামল বসন গ্রাম পানে
সেথা গরিব ধনী অসীম মানে
পেয়েছে যে তাঁরা ঠাঁই ।


একটুখানি চেয়ে দেখ ভাই
সেথা তিস্তা তোর্সা বহে
দৈব আশীষ আসে লয়ে
সেথা বংশীবাদক কানাই ।


একটুখানি চেয়ে দেখ ভাই
সেথা যোগীর কৃপা শত
স্বাস্থ্য ও সুস্থতার নাই নানা মত
সেথা আছে মুক্ত বাতাস
সেথা নাই অমুক্ত প্রাণের ত্রাস
আমি গর্বিত তাই!