মোর লাগি থাম হে, আমি যাইব সেথা
অবিনাশ মাথা তুলি বলে, 'থাম'
কিন্ঞৎ ডর নাই মনে, ভুলিয়া অপার
সবে বিবাহ যে হইয়াছে বটে, রাম,
কালি যাহা ছিল তাহা বটে জাগায় মনে ব্যথা
ভুল তো নাম মাত্রেই হয়, তাই করি ক্ষমা
পড়শি করিল তাহারে দ্বিগুণ দামে
পূর্বে তো হয় নাই, তাই নামমাত্র কুন্ঠিত সার;
প্রভু যেথা রহে, বলে, চল যাই নব ধামে
লাজ তো নিরর্থক, রাখিও না মনে জমা
মানি মানিরে কহে কহেন কথাকম
বিচার ধার্যিত হইবে তাহার গুনমানে
স্বল্প দোষ তাহা ঘাড়ে না চাপিবে, বরং
করেন মহাশয়, জানি, চাহেন অচ্যুত নয়নে
বিস্ময় অতুল, যবে অবিনাশ লহে দম
মোর কি হইবে স্থান তব নব রঙ্গে,
বলিও না ভাই, নব কল্লোলে আমি মাতি
সহবাস সদা যেনছাড়িছেনা প্রেম রং
হাত পা ছাড়ি তাই চলি, যেন ঘটক গতি
দেখ সবে খমা করি, আজ নব আমি নব বঙ্গে ।



স্থাণঃ শ্রীরামপুর, নদীয়া
20/08/2017