ঝর ঝর ঝর বৃষ্টি পড়িতেছে আচল ভরি
দিগন্তে নদ মাঝে বহিতেছে সোনার তরী
মিঠে আকাশে মেঘ ঘন ঘন
বাজিতেছে ঘন্টা টন টন
মেঘরাশি ঘনে পুঞ্জে পুঞ্জে
সদা বিকেল হতেই
দূরাশা যে ভঞ্জে


আজ হল সারা সব কাজের পরিকাঠি
অপরিমেয় সূর্য, তারা, চন্দ্র আজ না উঠি
করিয়াছে দিবালোক ক্ষিন
বুঝিয়াছে আপনার নহে এ দিন;
সদা ব্যস্ত কাজের তালে
নদ দূর বইতেই
ভাসিয়াছে অঞ্চল আপন ভালে


ঝর ঝর মুখরিত এ পাড়া রাখিছে আপন কেশ
যেন বাদলের ধারায়, - তাই জেগে উঠি বেশ
চাহিয়া দেখি অপরূপ সে সুন্দরী
রাখিয়া তাহা মৃনময় উপরি
বাদলের ধারা ঝর ঝর
দিনভর সদা চলতেই
রুধিয়াছে মোরে আপন ঘর


তবে নাহি সে দ্বেষ, তবু, বর্ষ আগের
পৃথ্বী বুঝিল আপন আস্বাদনের ঘের
তাই পঞ্চ হংসি আসি
যায় গড়াগড়ি আপনারে ঠাসি
বেতাল হল সে সুর
যাহা কবিয়াল গাইতেই
পূর্ব দিন ছিল ভরপুর।