বলি চলি হায়, ওহে জীবন পথিক
কর্ম বিনা তিল হতে তাল না হয়ে
নিজ অণুঙ্জা বসত যাহা নষ্টে তাহে ধিক
অথবা নিশ্চিত মনে রহে না ভয়ে অপচয়ে
বলি তারে হায় দুঃসহ্য তরী পার
দিবস কতেক ঘন্টা সহ, রাত পরে
স্বগুন বিনা বৃথা উত্তরণ ও দ্বার
সন্ঞয়ন বিনা সমে আগুপিছু সরে;
বলি হায় অযথা অর্থক্ষয় ডর
আজ না হয় আছে তব মুলধণ
আছে জাঁকাল ঘুড়ির লাটাই তর
রহিবে তাহা ততক্ষণ, চলে গণন
বুঝি হায় এ যেন রজত জয়ন্তী
না হরি কাল তবু হৃষ্টপুষ্ট
দীণ আঞ্জা না হয়ে হেতু দৃঢ়দন্তি
অধিক প্রাণচ্ছল ব্যয়ে সৃষ্ট
যাক যাক বলে নাহি তবু তুষ্টে
হস্ত না কম্পিত ঢঙে প্রদে
অবশেষে জীবানন্তে কাটে কষ্টে
মিলন সঙ্গ ছাড়ি অন্তে রোঁদে
ভীমরুল সম তাহে আসে মৃত্যু
কি করিলা হায় নিজ মনে
ইহা হতে মত্ত হয় আগুত্ত্যু
ইহা হতে সে আসে অগ্নি চক্ষু বরষণে।