কমল বাবু পদ্ম সাথে রেখেছিলেন বাজি ।
'বিজয়ের ণির্ঘন্ট আসবেনা ফিরে ', বললেন অকুতোভয়ে;
পদ্ম বলল, 'তাই যদি হয়, এতে হবে কি তুমি রাজি?
তোমার ঘর সাজিব আমার বক্ষে
দুঃসহ পাক হতে যদি যাও আমায় লয়ে ।'


কমল বাবু বললেন, 'এই বছর বর্ষার নাই ঘনঘটা ।'
পদ্ম বলল, 'আর যদি তা না হয়, নাও আমার আধিক্ষেতা!
তুমি রেখেছো তোমার নাম আমার নামে, ছাড়বে ওটা,
নইলে নিবে আমার স্থান, পাবে না তুমি রক্ষে
দিন-রাত বর্ষা মাঝে রবে তুমি হেথা ।'