বলি হে বন্ধু চিন মোরে,
       সদা যে শ্রেয়মান, বিশ্বায়ন,
নির্বাক যতনে সেবে তারে জন
       গর্বিত না হয়ে বৃথা ফল
       কিবা, না হতে বাঁধা ফুলডোরে


প্রেমের মাশুল বদ্ধ কারাগার সম
       ভালবাস আর নহে,
কাল যে ছিল কুঞ্জ বহে
       সাধে গড়িবে নব দল
জীগিয়া আপনার মন সমাগম


তুমি অখিল ভুবনে চিন দেখি মোরে
       তুমি চিন দেখি স্বপন,
তুমি চিন দেখি সে বন
       যেথা নিভৃতে চলা নহে ণিস্ফল
আমি তাই পূর্ব তথাগত ভোরে;


শ্রাবণের বারি ধারা সম আমি নামি
       লুকায়ে অনাদি যেথা রহে
নিষ্কলুষ প্রানমহে ভরি দহ
       জেগে ওঠে শত ফুল
কারণ, আমি ছলহীন, আমি দামি।


স্থাণঃ শ্রীরামপুর, নদীয়া
27/08/2017