হে বালক কি চাহি তোমা, বল হে
অগতির সে নদী জল যায় যে বেয়ে
শ্রান্ত বাতাস তলে হও হে ধীর
তবে নিনাদ গর্জন মাঝে তোমা শির
অটুট রবে; ভাঙ্গিয়া রোষানল সম
তুমি ক্ষেত্র মাঝে রহিবেনা কম, -
জগৎ মাঝে যাহা ভঙ্গুর তাহা'ই গড়ি
সহস্র কালে নিমজ্জিত মানব ছড়ি,
চাও হে, - দিন তো রাত্রে মিশে সদা
তবু অকাল রোষে গড়ি তারা ধাঁধা
বিষাইছে বায়ু শেষ প্রান্ত মুখি
তাই সদা নির্মলতা লাজে দেয় উঁকি
তুমি চাও হে, চাও হে যাহা চাই
কাল, পাত্র, সবে একদা পাবে ঠাঁই
যদি ধর তুলি আপন অঙ্গ দানে
যেথা হারাইবেনা তোমা দিন নিশি ভানে।