যতই বলুক মোটের পরে দস্যু ছেলে আমি
ভিতর গাঁয়ের রূপকথা যে শুধুই আমি জানি
নিশীথ শেষের আঁধার মাঝে যেতাম যদি থামি
জানতেম তবে কেমনে, সে যে অতুল দামি ।


নানা রঙের পথটি বেঁয়ে সেথা যবে যাই
পথ পাশের আশমানী ফুল লয় আমায় টানি
বর্ষ মাঝে বর্ষ শেষে সেথা আদরটুকু একই
যেথা স্নেহভরে বুকে টেনে একে অপরকে বলে ভাই ।


সে যে সবুজ ঘেরা গাঁ, ফুলে ফলে ভরা অশেষ
শ্যামল সষ্য, সোনালী ধানক্ষেত, দামি ও মাণি
গোরা ক্ষেত হতে বাড়ি ফেরে, অক্লান্ত অক্লেশ
দিবাকর নিশাকর তলে এ গাঁ যে সুন্দর বেশ ।