দুর্দম, দুর্বার সে পথ
আপন মনে চলিছে সে পথিক
আজ আপনায় রাখিয়া ভরশা
বাঁধিয়া বক্ষে নিরব আশা
ছুটিয়াছে দশ দিক
আজ করিয়াছে শপথ


মন, মন্ঞ্জিল অটুট আজ
তাই চিনিয়া আপন বেশ
ভাঙিছে নিষেধের বাঁধ
মিটাইতে আপন সাধ
ভ্রমিছে দেশ-বিদেশ
যেন সে অনন্তের দরবাজ


শিখর বিভোর আজ সে
নাহি বাকি কোনো স্পর্শ
রাত্রি শেষে নহে শ্রান্ত
কোনো পথ নাহি ভ্রান্ত
এমনি কটিয়া শতবর্ষ
ফিরিয়াছে জয়ীর বেশে


আজ হয়ি চন্দ্র-চূড় মাঝে
আজ নহি ব্যকুল লাজে,
দর্শন শিখা-ভূম
তাই আজ কলিমার ধূম
বি-স্ফূরিত নব সাজে,
তাই মাথে পালক- কূজ্ঝটিকা।