এক ভূতো ছোকরা
পরনে সে পাজামা
বুকে তার কলম
হয়েছে যে যদুর মামা
সকলে তাকে চিনি মোরা
চলতে ফিরতে হারায় দম ।


এক ছিল বৈশাখ দুপুর
টলতে টলতে চলছে গরু
হঠাত্'ই পড়ল তার সামনে
বলল নিয়ে এক মুঠা তরু
এই বুঝি শ্রীরামপুর
এটাই জীবনে চলার মানে ।


এক ভূতো ছোকরা
পরনে সে পাজামা
মাথায় তার নেই চুল
তবু পড়েছিল বাবরনামা
কলমটি তার মিত্সূবিসি
বলে, চিনতে কোরনা ভুল ।


এক যে ছিল তপ্ত চৈত্র
দলে দলে সাজো সাজো নারী
তাই দেখে সে পড়ল হাসি
এবং বলল, ঐটা আমার মাইরী
কিছু কর ওহে মৈত্র
নইলে নিব গলায় ফাঁসি ।