ফিরিয়ে দাও সেই অরন্য
ফিরিয়ে দাও তাহারে অমোঘ হস্তে
যাহা দিবা ণিশি শেষে
কুল টানে পড়িয়াছে মোদের ঘাতে
এ বিশ্ব জাগিয়া উঠিবে
এ বিশ্ব জানিবে আপন স্থান
এ বিশ্ব তিমির শেষে হইবে ধন্য
অম্লান চিত্তে যদি ধরি তুলি
যদি পূঁজি তাহারে অক্লেশে ।


ফিরিয়ে দাও সেই নদী
ফিরিয়ে দাও তাহারে অক্লান্ত প্রাণে
নিবিড় ঘন বাণে ভাসতে দাও
সদা যেথা আসে প্রাণ তাহার টানে
একচিলতে দুঃখ নাও ।


ফিরিয়ে দাও সেই অরন্য
ফিরিয়ে দাও তাহারে অমোঘ হস্তে
ভরিয়ে দাও সেই অমূক বন্য
যাহাদের মাঝে ছিল মোদের বিতান
যাহাদের মাঝে ছিল মোদের গান
অচ্যুত নয়নের বারি উবে
যবে দেখিবে তরু শাখাগুলি
মিটিবে প্রাণের আদান প্রদান
মিটিবে ভ্রম নানা মতে ।


ফিরিয়ে দাও সেই নদী
ফিরিয়ে দাও তাহারে অক্লান্ত প্রাণে
ফিরিয়ে দাও সেই অরন্য
ফিরিয়ে দাও তাহারে অমোঘ হস্তে
তাহারে বজ্র নিনাদে হতে দাও ধন্য
নব কল্লোলে সিকিতে দাও
নব জাতকের দহি ।