ব্যাকুল আজ মন ধরার টানে
দিবা-নিশি কুঞ্জে কুঞ্জে ভরে
বিষাদ ভরা পালকের আজ নিরঞ্জন
কল্পনার সাগর পাড়ে সে ডরে
কল্প-রাজ কারন যে বলে কানে-কানে
বিকল্পের খোঁজে আজ আমি দৃপ্ত
ভ্রান্ত শাখাগুলি প্রসারিত উর্ব্ধে
তবু নিরস বসনে সারি আজ মন
কাঞ্চন ফুল ঝরে তার'ই মধ্যে
তাই অপার প্রকৃতি নয় তবু ক্ষিপ্ত
ব্যাপক আজ দিন, নহে ক্ষ্যান্ত
চারিদিকে পতিত সকল মন-উজ্জ্বি
বিকশিত শত আলো ক্ষনে ক্ষনে
তাই আমি গ্রহি কেশ না লজ্জি
সেথায়, যেথা ধরি বেশ, সে পান্থ
জীবন আজ নব রঙে হতে ভারি
চতুঃভিতে উৎকন্ঠিত, মানান বহুল
তাই আজ আমি শ্রেয়মান রনে
না ভাঙিয়া অশ্রু, হ্নদয়ের চক্ষু দু'কুল
মিশকালো ডঙে অমৃত আহারি।