ঐ পশ্চিম আকাশে মেঘ জমেছে
চল্ চল্ চল্ ও'রে-
ঝড়ের সময় হয়েছে শুরু
আমি পারি না সইতে ডর
চল্ চল্ চল্ ঘরে
মেঘ যে হচ্ছে পুরু,
দেখ সবে ঘর হতে ডাকছে পিছে
বজ্রপাতে কাঁপছে পৃথিবী
শঙ্খ, উলুধ্বনি হচ্ছে সরবে
স্বর্গ হতে নামছে পৃথিবীতে বর
সেখানে, লিখছেন কবি-
'পৃথিবী শত শত বছর রইবে' ।
আমি ডরি নি তাকে-সে ঝড়
আমি ডরি সে পুষ্পদল
যে বেঁধেছে আমার ঘর সুগন্ধে,
মনে কর সে গত বৈশাখ
কত চক্ষু ছিল টলমল
সকলে বুঝেছে তাকে রন্ধ্রে রন্ধ্রে
মেঘ, ঝড়, হৈ-হুল্লোড়-
নিভেছিল বাতি, হয়েছিল হা-ঘর
লক্ষ মানুষ রাত শেষে ।
ও'রে আজ না হয় চেয়ে দেখ্
স্বর্গ হতে নেমেছে যে বর
নিঃশেষে!