এক যে ছিলেন রাজা, যার খাড়া দু'টি সিং
দুপুরবেলা সূয্যি ডুবে, মাঝ রাতে উদি
       সেথায়, যেথা নারীর সাজে কুমীর;
       রত্ন যে চায় তাহার'ই খোঁজে
       বহিয়া চলেন বীর


রাজার এখন খাবার বেলা, নাচে ধিদিং ধিদিং
ভরা বর্ষায় টান লেগেছে, ভরপুর নদী
বৈঠা বেয়ে সবুজ বাবু নিয়ে এলেন ক্ষীর
       রাতের বেলা কালের সাজে
       পীড়া হইল শির


রাজা হইলেন বেজায় চটে চারখানা চক্ষু
       রিমঝিম ভোরের ধারায় মিটে না তবু ক্ষোভ
সূয্যি তখন ডুবি ডুবি, রাজার এল ডাক
মাঝ নদীতে কুমীর ভাসে, অলংকারে ঠাসা
       ইহা শুনি রাজা হইলেন অবাক


দের না করি চল যাই না আসে দস্যু
উপস্থিত হইয়া মাত্র রাজার হইল লোভ
       বলেন, ঘিরিও সকল নদী বাঁক
নইলে নির্ঘাত জলে ডুবি যাবে ইহা বাসা
       ইহা শুনি কুমীরের হইল বিলাপ।