হে মরণ, তব বিবেক মাঝে আজ আমি প্রাণ সন্ধানী
ধূলায় লুটায় সে সব, তবু নিভৃতে  রহি আমি
কেন নয়? কারন, চন্দ্র বলাকা দূর নহে আমি জানি
কিঞ্চিত তব দন্ডে দন্ডিত, কিঞ্চিত বর প্রাপ্ত;
তাইতো হায় সে সুধা অজান্তেই সে পানি,
যাহা পানে আজ আমি মৃত্যুঞ্জয় ও দামি
নাহি সেই ডর  বিশৃঙ্খল মাঝে, হতে মানি।


আকূল সাগর ডানা মেলিয়া, প্রবাহিত আজ রাত
শ্রাবণের বারি মাঝে সে সকল রাগ লুকায়িত;
অন্দর মহলের কালো দাগ সপ্ত দিঘি অতিক্রান্ত
যাহা মোরে  লুকাইছে নিদি বন মাঝে, যাহা রপ্ত-
তাই বৃক্ষ  শাখাগুলি চন্দ্রিমা মাঝে, যাহা শান্ত
জীবনের অমৃত আজ মুষ্ঠিগত, নহি তাই আমি ভীত
যাহা মাঝে একদা আমি হয়েছি  বিপর্যস্ত, লুন্ঠিত।