হে আমার মাতৃভূমি, তব ভূমিস্ব মিট্টিতে
গ্রথি মম পাবনধারা, তব নব সৃস্টিতে
বাঁধি মম নব গৃহ, তব কোলে, গৃহীতে
তব গগণ তলে তব সঞ্জীবনী বায়ু


হে বিশাল-আক্ষি, হে বিশাল কায়া
রচি তব নাম, বৃহৎ, গড়ি রঙীন ধূলি ছায়া
তুমি শরতে অদ্ভূত, বসন্তে পৃথ্বী জায়া


বাজুক ঘন্টা, বাজুক সাইরেন
জ্বলুক বাতি গীর্যা, মন্দির, গুরুদ্বার, মসজিদে
চলুক কারখানা ব্যস্ত তালে ক্ষণেক্ষণে
উঠুক জ্বলি প্রভাত আলো মোর হ্নদে


দ্বেষ, বিদ্বেষের কোথা নাহি হোক ঠাঁই
শ্যামল বনে হরিৎ ফুল উঠুক ভরে
মধুর সুরে উঠুক গুঞ্জে ভোরের মৌ
সবুজ ক্ষেত ভরুক ফলে, বাচাঁর তরে,
তোমার আশিস মাথে রাখি, কৃষিবন্ধু ঐ মাঠে ধায়


উঠুক জ্বলি জ্ঞানের আলো সদা সর্ব প্রান্তরে
দিনের বেলা সূয্যি উঠে কেন, রাতে কেন চাঁদ-
আমি চাই হে তাহা যাহা শুভ
আমি করিব তাহা যাহা শুভ
জ্বালাও তবে জ্ঞানের মশাল মম এ অন্তরে।