সন্ধ্যা হ'ল বুঝি, হোক না সন্ধ্যা
তবু আমার কি যায় আসে
আমি তো ফুলের মতন তরুন
যার সৌরভ দিকদিগন্ত ভাসে
আমি গীতা,আমি রন্ঞ্জিত
আমি স্নিগ্ধ,আমি নব অরুন
নব ধারায় সদা সিন্ঞ্বিত;
আমি ভাসমান যেথা সাজে
নব নব মুকুল অকিন্ঞ্চিত লাজে
ব্যথা ভরা দিনগুলি আমায়
যেথা শেষ হল তাহার আমি
মন, মন্জিল, কুসুম সভায়
আমি হারান মণি যাহা প্রাপ্ত
সদা অকুণ্ঠ উদ্বেগ,তবুদামি
আমি লুকায়িত বেগ যাহা রপ্ত
যাহা মাঝে প্রাণ হিতে শত গন্ধা
মিশকালো অন্ধকার বলবে আমি অন্ধ
নই তবু, আমি দিবাণিশি প্রান্ত
অকুল যাহাকে পায় নাই আনন্দ
ইচ্ছে ডানায় হত শতশত শান্ত
তবু না পারি,ঘিরে আশা বাঁধি
মোর গান গাহিবে মোর ছন্দ
রাগ, তৃষ্ণাতলে তবু আমি অনাদি
আমি বিবেক মাঝে একবিন্দু
আলো, যাহা দিশাহীন নহে মোটে
আমি জাগাই আশা, নিভৃতে, কিন্তু-
কি যায় আসে, সন্ধ্যা হোক আর ভোর,
আমি তো জগৎ দিশারীআলো
উত্তাল সিন্ধু মাঝে যে বিভোর
সে বারি বিন্দু চেনে আমার নির্দন্দ্ব।