কাতুকুতু বুড়ো উঠিল হাসি
কি হল, কি হল বারবার বলি
দাড়কাক দিশাহীন খাদ্য অভাবে
তাই এক মুঠো খায় বেধে কলি
তা দেখে রেগে লাল বাড়ির মাসি
উঠানেতে দানার যে ছড়াছড়ি
তবু তার নেই ধ্যান আধোও
সারাদিন থাকে বসে স্বভাবে
সকলে জিজ্ঞাসে ' তুমি ভাত খাও? '
যদি তা হয় কেন নেও না ছড়ি,
লিচু চোর, আম চোর, সকলে আসে
উঠান মাঝে থেকে নেই ধ্যান
জিনিস দেখার নামে দেখলে কবে
সঠিক হয়ে কবে রাখিলে মান
একটু সতর্ক হলে সবে যে ফাঁসে!


বুড়ো বলিল তখন উঠে হাসি-
ও'হে বলিব কি আর, শুনো তবে
যা ফুরায় দ্রুত, তা হয় আশেষ
যতই খাবে সকলে, ততই হবে
মারপ্যাচ নেই মোর, ভালোবাসি!
ছেলেগুলো এসেছিল, আবার আসুক
অকৃপণ হ'ই আমি থাকি শান্ত
দাড়কাক খেয়েছিল ধান, হয়েছে বেশ
ছেড়েছি তাদের নির্দোষ ভাবি, নহি ভ্রান্ত
সকলে বাঁচিলেই, তাতে মোর সুখ
তাই মোর নাম রেখেছ কাতুকুতু বুড়ো
তাই যখন হাসাও মোরে আঙুল ঠাসি
' হা-হা-হা ', আমি হাসি বিশেষ
অকালের ফল খায়না কেউ আসি
কৃপণ হইনি তাই, বুঝলে খুড়ো।