হে মহা মানব, অখিল ভুবনে অটুট রবে তোমা রেশ
যেথা ক্লেশ সেথা অমৃত তুমি
যেথা ভ্রষ্টাচার সেথা তুমি বিচারক
যেথা সব নিরর্থক সেথা তুমি দামি
তাইত মানবজাতি তোমা ঘিরি রহে বেশ।


যাহা আদি তাহার অংশ তুমি
নিভৃত ভবনে তুমি মূর্ত
যেথা বিচরে সদা মানবলোক
তাইত তুমি সর্বাঙ্গে পীযূষ বর্ষিত
তাইত তুমি গোলকধামে জগৎ স্বামী।


২ চৈত্র, ১৪২৬