ঘোর আঁধার মাঝে এক প্রদীপ অখিল সম
নিরীক্ষে আপনারে, কহে- - দাও শিখা মোরে
আমি শত প্রদীপ মাঝে নই যদিও সর্বোত্তম
আমি দিব প্রাণ, দিব আশা, জীবনে বাঁচার গাণ
আমি বিশ্বজুড়িয়া ছড়াইব আলো
আমি জগৎ হইতে হাজারো ভ্রমের করিব পরিত্রাণ ।


ওগো, চলার মাঝে পথ হারাইলে
দুর্গম এই জীবন মাঝে বুঝিও আমার স্থান
আমি দিব দিশা, ঢালিব রঙ পথ তলে ।
যার ডরে লুকাও মোরে নয় শত্রু মম
আমি যে তাহারে বাধি মোর বক্ষে
আমি যে তাহারে বাসিয়াছি ভালো মোর শিখা সম
তবুও চলিও তুমি আপন কক্ষে ।