হে প্রভাত পথিক!
চিনিগো, চিনিগো তোমায়,
হে নব ধারার দিশারী
নব  কল্লোলে  মাতিল আজি
যাহা নহে  মাত্র অলিক
যেথা নাহি ভয়
হতে তব উত্তরসূরি


তুমি আকুল পাগল পারা
স্নেহহীন নহে মাত্র
ভিমশিখা নহে তব লাজ,
তাই আষাঢ় গগন  উঠিল সাজি
তাই তব কাজ হল সারা
মেলিল সে নব ছত্র
যেন প্রেমের নব তাজ


আমি বলি হায়,-
দুরন্ত সে পথ মাঝে
নির্ভিক সে চলনে
নেমে আসুক আজ আলো,
তুমি ওহে  ভুলোনা তায়-
আজ তাহারা হয়তো বুঝে
তব নব গীত নিয়ে মনে


ঢাল তবে, হে, পথ তলে
রঙিন সে জীবন দিশা
রাত্রি, দিন যেথা নাহি নেয় লেশ
আজ কি হল শেষ, বলো,
তবু, সে দেশ, ছলে বলে,
যেথা  অমূক নহে ভাষা
যেথা আছে শুধু ক্লেশ।