ঘ্যাঙর ঘ্যাঙর ঘ্যাঙ
পেয়ারা তলায় সোনা ব্যাঙ
মেঘ হয়েছে বেশ;
টাপুর টুপুর বৃষ্টি পড়ে
দিনের হল শেষ।


চাঁদ মামা ঐ লুকিয়ে আছে
মেঘ রাশির পাছে
ভিষণ মজা, ভিষণ দারুণ
বাতাস যখন চড়ে
উথলি উঠিল মন।


গাছগুলি আজ ভিষণ ঠাসা
শুরু হল তাই পাতা খসা
মাটির কাছে দুরুম,
ফুলগুলি তাই ভিষণ লাজে
পড়েছে তারা ঘুম।


মন্ডা-মেঠাই নেইকো আজ
ভিষণ কালো হল সাঁজ
পেয়ারা তলায় ঘ্যাঙর;
লাগব তবে সবাই কাজে
জাগলে তবে রবির তর।