বিরহী জালে সপি তব কামিনী
       আমৃত্যু যারে লয়, হে তুমি
বৎসল্য বিধাতা বলেন তারে দামিনী
       সন্ধিক্ষণ না বিনা রহে
       রজত বর্ষ তথা হ'য় দামি
       প্রদীপের ক্ষণকালে রচি
       তব নামমহে,


এ সংসার প্রনতি, মাগে দুর্দম লাভ
       শ্রীঘাত তাই না হয়ি না রহে
বিশ্বঘর যাহা যাচে, তা গূঢ় মিল ভাব
       সদা ত্বরা হই 'বই কি
       স্বর্গীয় সুধা ঢালি কন্ঠবহে,
       তব মাল্য রহে যাচি
       যেথা রহ, সেথা ডাকি;


শূলধার সম দিগন্ত নামি রহে প্রাণে
       দিশার না রহি সীমা,
সুধাকর ঢালি অমৃত, বলি চলে গানে
       তব নির্মাণ ন'হে ক্ষুদ্র,
       তব দোষ ন'হে তোমা
       তব দোষ নব পত্র সম কচি
       অধি বিশ্ব তাহার সমুদ্র


       তুমি কিন্ঞৎ ধরিছ বটে
       মৃত্যু নাহি তোমা সলিল তটে।