সুদূরে ঐ বালক বালিকা উড়াইতেছে ঘুড়ি
সবুজ শ্যামল প্রান্তরে যেন লাটাইয়েল ছড়াছড়ি
হৈ-চৈ করিয়া উঠিল রব, কাটিল একটি ঘুড়ি
ধর ধর ধর ওরে- - সে যাইতেছে উড়ি
একটি কোমল হৃদয় যেন উঠিল কাঁদি
শত ঘুড়ির মাঝে এক'যে হারাইল ঠিকানা
হারাইল প্রাণ তাহার, হারাইল তাহার দিশারী ।
এর'ই মাঝে ভাসিতেছে পাখিদের কুহু কুহু ধ্বনি
যেন আঁধারের আগমণী বাণী
পশ্চিম আকাশে বিবিধ রঙের খেলা, সূয্যি ডুবি ডুবি ।
বহিতেছে উত্তুরে বাতাস, লাগিতেছে চিত্তে ছোঁয়া তাহার
লাগিল মধুর পরশ তাহার, শুনাইল তাহার গুনগুন ধ্বনি ।