কি দীন, কি দুঃখী, মোর সম তোমারও জীবন গাথা
সদা যে স্নেহভরে আপন করে, আমি তাহারও সঙ্গী
এ হেন মনমধু কোথা পাই, ধরিত্রী নিবৃত মন ব্যথা,
অপার কলুষ, বলি, মোহ, অনিবৃত যুগ ভঙ্গি
ডালো প্রাণ সেথা, যেথা তড়িৎ অঙ্গ দেয় নিষ্ফল দান
অকুন্ঠিত লাজে না রহ তুমি, না হও কাহারও ত্রাস
বৃথা দানে না হও কাহারও, করিও তাহারে প্রাণ
তবে, দেখিবে তাহা যাহা অমৃতসম হয়ে বিন্যাস
বলি হায়, তবে নীর নাহি নেয় লোপ, করি জ্ঞান অতল;
তোমা কর্ম কর তুমি, না হান তির্যক বাণ
তবে দেখিবে একদা তাহারেও তোমা হয়ি গীত ফল
ভরিও তবে আপন বিধি, ভরপুর হতে তোমা মান
জীবন মোহগ্রস্থ, যাহা বলি চলেন ঋষি বারে বারে
আপন কর্ম শ্রেয়, শ্রেয়মান সে, চলে উক্ত্য সারে।