শত শত বছর ধরে তুমি দূত পাঠিয়েছ বারে বারে
আমরা জানি, তাঁরা গেয়েছিলেন গাণ তোমার আগমণীর
শত শত বছর ধরে, জানি, তুমি ছিলে রুদ্ধ
তুমি ছিলে নির্বাক, অচল, অতৃপ্ত এক বিন্দু জলে
অসাড় জীবনে রূদ্ধশ্বাসে তবু গেয়েছিলে এক বাণী
...'মুক্ত কর আমায়, আমি রাঙাব এ দেশ শত রামধণু রঙে'


তুমি এলে, তবু, সহস্র ধমণীর রক্ত মাখা বস্ত্রে
ছিণ্ণ হোক, সে বস্ত্র যে পবিত্র রঙে আঁকা
আমরা চাইনি, তবু, তোমার সেই ভিণ্ণ চেহারা


আমরা পূজা করি তাঁদের যাঁরা এনেছেন তোমায়
আমরা পূজা করি তাঁদের যাঁরা দিয়েছেন তোমায় আকৃতি
আমরা পূজা করি তাঁদের যাঁরা করেছেন এ যুগকে মূর্ত
আমরা পূজা করি তাঁদের যাঁরা জ্বালিয়েছন বাতি
এ দেশে,
এ দেশে, যেখানে এক আকাশ তলে সহস্র মানুষ
আজ গাইছে গাণ, নাচছে তালে তালে তোমার সুরে


স্বাধীনতা দিবস,
তুমি নেমে এসো বারে বারে এই ধরণী তলে
তোমার রঙীণ মুক্ত মনের দাও ছোঁয়া প্রাণে
তুমি দূর কর আজ শত বিদ্বেষ
তুমি দূর কর শত ক্লেশ
...এই চোখ নতুন স্বপ্নে সাজাতে ।