বেলা শেষে অচিন পাখি উড়িয়াছে অসীম আকাশে
ঢাকের তালে তালে দূর্গাপূজা যেন হেমন্তের আগমণী
দূর হতে দূরে মধুকর ভ্রমিতেছে যেন অজ্ঞাত ত্রাসে
তদুপরি সাজিবে শীত হইতে হেমন্তর রানী
চারিদিকে হৈ-চৈ, জাগিতেছে মানবজাতি নতুন করিয়া
মা বলেন- - আসিতেছি, তোমাদের সাজাইব নতুন রঙে
কচিকাচা দল বেঁধে তাঁর আরাধনায় ডানা মেলিয়া
নীল-লাল-সাদা পোশাক পরিয়া তাহারা নতুন ঢঙে ।
আঁকা বাঁকা পথ বহিয়া গরুরগাড়ি সুদূর প্রান্তর মুখি
কুচ্-কাচ্ আওয়াজেতে সবুজ ধানক্ষেত উঠিয়াছে মাতি
তার'ই মাঝে কৃষকের পরিশ্রম তাহারে করিয়াছে সুখী
এই ঋতু তার'ই মাঝে জগৎ জুড়িয়া জ্বালাইতেছে বাতি ।