শ্রদ্ধাবান লভে জ্ঞান হৃদয় মন্দিরে,
দেহ মন্দির পবিত্র হয় শ্রদ্ধার কারনে।


লোভ ক্রোধ মোহ আসে অহংকার পরশে,
মানব দেহের অহংকার, ঐ শ্রদ্ধারে বিনাশে।


পারে যদি মানব আপন অহংকার ত্যাজিতে,
শ্রদ্ধা দেহে লবে স্থান, আপনার ভিতে।


বিশুদ্ধ বুদ্ধি যুক্ত, ধৈর্য ধরে হও স্থির চিত্ত,
হিংসা বিদ্ধেষ ছাড়ি করো, ইন্দ্রিয় সংযত।


সর্ব জীবে সমদর্শী সর্বভূতে করো ঈশ্বর দর্শন,
সতত চঞ্চল মন , অভ্যাস বৈরাগ্যে হয় ইন্দ্রিয় দমন।


আত্মার আত্মীয় তিনি, যিনি হন শ্রদ্ধাবান,
শ্রদ্ধাভক্তির নৈবেদ্য দিয়ে করহ পুরুষোত্তমে প্রনাম।।