ধূসর একটা ছবি।
পড়ে আছে ভীষণ অবহেলায়।
তবু সে রোজ আসে অলস শান্তির খোঁজে,
ম্রিয়মাণ ভিক্ষুক হয়ে বেঁচে থাকার যন্ত্রনা ।               তাও তো নিরুত্তেজ নয় এ বিশাল পৃথিবী ।
দু চোখ ভরে শুধু আবেগের প্রশস্তি।
জানি এ জীবন শুধুই এক অচল সময়ের গুঞ্জন,
যেখানে রাতপাখিরা অপেক্ষায় থাকে এক নিষ্ঠুর সকালের।
আর আমরা পেরিয়ে চলি একটার পর একটা অবহেলা।