ফুলের মতো ছিলো যারা নিষিদ্ধ রাতের পাহারাদার,
আজ চিরবদ্ধ জীবনের অবসরে ফুটিয়ে তুলেছে -
এক অবসাধগ্রস্থ শহরের অচেনা রূপরেখা।


তবু মুখে বহমান স্তুতি নিয়ে দাঁড়িয়ে থাকা,
উদ্বাস্তু কলরবের এই অজানা পরিসরে-
জিতে যায় সেই বহু প্রাচীন কামনার এক নিস্তেজ অবয়ব।