গন্ধ টা যে অচেনা সে কথা বলা যায় না।
তবু হাজার হাজার বছর ধরে চলছে হাহাকার।
গোটা ভারতবর্ষকে অন্ধকার করে রোজই সে আসে,
তবু ঘোষিত স্বার্থের কাছে পরাজিত।
নৃশংস আবেশের গন্ধ টা বেশ মোহময়।
তাই সমুদ্রের অগভীর তল থেকে-
উঠে আসে শ্লোগান-
ভুলে যাওয়া সাম্রাজ্যের উচ্ছিষ্টে ভরা।
কিন্তু সন্ধের পর কে তার খবর রাখে!
কারণ সবকিছুই এখন এক নেশাতুর গন্ধের উপাখ্যান।
অপরিপক্ক মাটির তালে তৈরি হয়েছিল মানবতার সোপান,
এখন শুধুই ভেঙে পড়ার অপেক্ষা।
একটা সুপ্রাচীন অবয়ব-
যেখান থেকে ভেসে আসে রাতপাখিদের অদমনীয় আবাহন।
তবু তো চলতেই হয়...
অসীম থেকে গণতন্ত্রের আবহে।
তাই ওরা বোধহয় আলো জ্বালতে এসেছে।
পৈশাচিক আন্দোলনের আবরণ বেছে নেয় লাশ কাটা ঘর।
তাই গন্ধ টা আর যায়না।
আসলে সব পথই শেষ হয়েছে মুখোশের আড়ালে।
অনন্ত আস্তরণের অন্তরালে ভেসে থাকে অসীম।
হাজার হাজার রাতপাখি তাই এসেছে সমুদ্র মন্থনে।
শুরু হয়ে গেছে অশেষ প্রতীক্ষার-
বাকি শুধু অসীমের মাঝে সত্যের অবগাহন।