হলদে আলোয় আবছায়া মন খুঁজছিল জলসত্ৰ -
তখন তুমি এলে সোনালী মেঘেদের আমন্ত্রণে।
যেখানে সাদা মানুষের ভিড়ে ঢেকে যায় শহরের আদিম পৌরুষ।
সেখান থেকে ভেসে ওঠে রাতের তারাদের অলৌকিক
কাব্যরথ।
তবু তো তুমি ছিলে-আছো ভোরের প্রথম আলোর স্পর্শে।
তাই হাজার হাজার মুখোশের সীমাহীন আস্ফালনেও-
বেঁচে থাকে তোমার আমার শহুরে স্বপ্নচ্ছটা।