জীবনের প্রশেড়বর উত্তরের খুঁজে চলছি পথে হেটে,
কোথাও মিলেনি কিছু প্রশেড়বর উত্তর দিন যায় এমনি কেটে।
নেই ভরসা,
কিছু উত্তর আঁধার ডেকে রাখে চতুর্দিকে থাকে শুধুই কোয়াশা।
তবুও নেই থেমে,
কখনও কখনও মনের জমিনে বৃষ্টি আসে নেমে।
তবু খুঁজে বেড়াই,
শত কবিতার মাঝে যদি তার সন্ধান পাই।
এক ফসলা চৈত্রের তপ্ত খরার ভ‚মিতে পড়ে বৃষ্টি,
নোনাজল করে ভুমির গভীরে নবীন বীজের সৃষ্টি।
এইতো নব জীবনের সূচনা,
ধীরে ধীরে এক নতুন গল্পের হল রচনা।
অচেনা পথে চলতে চলতে,
আঁধার নেমে আসে দিক দিগন্তে।
যেখানে দেখি আলোর মেলা জ্যোৎ¯ড়বা খুঁজে বেড়াই,
একটুখানি আলো দেখে হাতখানি বাড়াই।
তবুও হইনি আলোকিত,
অন্ধকারে নিত্য বাসে হৃদয় ক্ষত-বিক্ষত।