কিশোর থেকে তুমি আমি চলছিলাম এক পথে,
মান অভিমান ভালোবাসা ছিল তোমার সাথে।
এক নদীর ঐ স্রোত ছিলাম এক নদীর জল,
বয়ে ছিলাম বেশ ভালো পাহাড় সমতল।
হঠাৎ একদিন ঘুর্ণিঝড়ে ভাঙ্গলো নদীর তীর,
দুই দিকেতে ভেসে গেলাম আর হলো না মিল।
আবার যখন দেখা হলো এসে মোহনাতে,
দেখি তুমি গুলা জল অন্য নদীর স্রোতে।
তোমার সকল রূপ আজ হয়ে গেছে বাসি,
তবুও বলি তোমায় আমি আজো ভালোবাসি।