আমি খুঁজি শান্তির স্থান একটি সুখের নীড় বাঁধার,
সেই স্বপড়ব আমায়
পিছু নিয়ে যায়
যেখানে রয়েছে শুধুই আঁধার,


ক্লান্তিহীন পথিক আমি থেমে নেই হাটা,
দুর্গম চলার পথ
যায় না জীবন রত
সেই পথে শুধুই কাটা।


কালো মেঘে ডেকে যায় সুনীল আকাশ,
স্থব্দ হয় পবন
শীতল হয় ভুবন
ঝড়ের বেগে ভেঙ্গে যায় বিশ্বাস।


রক্তের মানুষ করে বিচ্ছিনড়ব সম্পর্ক করে রক্ত ছেদন,
নীরবে ঝরে চোখ
হাহাকার করে বুক
আমায় কাঁদিয়ে করে সুখ আশ্বাদন।


কারো জন্য কারো কিছু থেমে থাকেনা,
তা দেখে মনে হয়
আপন কিছু নয়
অতীত কথা কেউ আর মনে রাখেনা।