বড্ড ভয় হয়
ইদানিং বড্ড ভয় হয়
সারা দিন থাকে পথ পানে চেয়ে
আমার ঘরে ছোট্ট  মেয়ে
বাবা কি এনেছো যদি বাড়ি ফিরলে বলে
তখন শুধুই একাই ভাসি দুই নয়নের জলে।


ঘরের চাল পুড়িয়ে গেছে নেইতো বেতন ভাতা,
দুয়ারেতে বসে থাকে সেই মেয়ের মাতা।
তখন আর মেলাতে পারিনা জীবনের অঙ্ক,
মেনেও মানতে পারিনা করোনা নিজেই আতঙ্ক।
মা বুঝলে মেয়ে কি বুঝে বাহিরে করোনা,
মনে হয় এবার কাজে বের হই হোক জরিমানা।


আবার ভয় হয় সাটারের শব্দে
নিজের সাটার ফেলে লোকাই নি:শব্দে
ভয় হয় যদি প্রশাসন এসে
রোজগারের চেয়ে বেশি নেন শেষে
দিয়ে দেন যদি জেল কিংবা ফাইন,
কেউ বলবে না আপনে কেমন করে খাইন।


হয়তো আবার রোজগারে দেবো তালা
বন্ধ হয়ে যাবে হাটবাজার টাউন।
শুধু মুখে দেওয়া যায়না তালা
জঠরের হয় না লকডাউন।