যতই করো চেষ্টা কেবল
হবে নাতো আর সফল
যতই করো ছাতুরি ছল মনটা তো আর বুলবে না।
হৃদয় দোয়ার রুদ্ধ যখন
এসে কি লাভ বলো এখন
ভাংতে যতই চাওনা না শিখল তবুও দ্বার খুলবে না।


জল হলো বরফ যখন
কোথায় ছিলে তুমি তখন
বরফ হলো পাথর এখন সেতো আর গলবে না।
যেতে হলে দীর্ঘ পথে
সাঝ সকালে হয় বের হতে।
সবার শেষে শষ্য বুনে তাতে ফসল ফলবে না।