সহস্র কবি সহস্র কবিতা যাকে নিয়ে আজো লিখে
চির অমর নাম মুজিবুর শুনি দিকে দিকে।
নিজের জীবন উৎসর্গ করে দিয়ে গেছেন দেশ,
আজ পেয়েছি আমরা সবাই সোনার বাংলাদেশ।


আমি দেখেছি তাঁহার অনেক ত্যাগ, শুনেছি ভাষণ,
শত্রুর হাত থেকে এনেছিলেন বাংলা মায়ের বসন।
আমি শুনেছি বজ্র কন্ঠের আকুল আর্তনাদ,
ভায়েরা আমার বাংলার জন্য কররে প্রতিবাদ।
যার নেতৃত্বে পেয়েছে বাঙ্গালি আজ স্বাধীনতা,
ভুলিনি মোরা ভুলবো না কভু আপনার উদারতা।


সাতই মার্চে রেসকোর্সেতে সেই কন্ঠের ধ্বনি,
আজো মোরা দীক্ষার মত বারে বারে শুনি।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,
চিরকাল রবেন সবার মনে হয়ে দীপ্তমান,


শুনলে চোখে ঝরে পানি,
পনেরো আগস্টের কালো রাতের করুণ কাহিনী।
ওরা ছিল কত পাষাণ,
নির্মম ভাবে কেড়ে নিয়েছে আমার জাতির পিতার প্রাণ।