যখন ছিলে বৃক্ষ ছায়ায় দাওনি বৃক্ষের দাম,
নিজের মুখে যাচ্ছো গেয়ে নিজের যত সুনাম।
ছায়াটাকে বাঁচিয়ে রাখতে দাওনি বৃক্ষে জল,
অহংকারে মত্ত ছিলে ভাবো নি তার ফল।


নিজের দোষে নিজের জীবন করলে মরুভূমি,
দিন থাকতে দিনের মূল্য দিলে নাকো তুমি।
বুঝলে তুমি বেলা শেষে কেমন রোদের তাপ,
চাইলে কি আর পাবে এখন নিজের কর্মের মাপ।


বৃক্ষ পত্র ঝরে যখন দাঁড়িয়ে আছে ডাল,
দেখছি তুমি ছায়া পেতে ব্যাকুল আজকাল।
নাও নি বুকে একটু টেনে তখন ভালোবেসে,
বৃক্ষ ছায়া হয়ে যখন ছিলাম তোমার পাশে।