তোমার দশা আজকে যেমন, আমার সেদিন ছিল,
যে আমাকে যা বলার নয় সেও তা বলেছিল।
দেখতে দেইনি নয়ন বারি ঢেকে রাখি আচলে,
রঙ্গিন শাড়ি মলিন ছিল তোমার খুশির ফলে।


যোগ্য নয় যার তাও পেয়েছো ছিল সরলতা,
চেয়েছিলাম ভালোবাসা দিলে শুধুই ব্যথা।
কে জানতো হঠাৎ করে বদলে যাবে তুমি,
বৃক্ষ কেটে করবে ধরা ধূসর মরুভূমি।


বললে যখন এক রূপ হেরতে আর কি ভালো লাগে,
নতুন হাতের ছোয়াঁ পেতে মনে ইচ্ছে জাগে।
সেদিন আমি কেঁদেছিলাম আজকে আমি হাসি,
দিন বদলের নিত্য খেলায় তুমি গেলে আজ ভাসি।