পষ্চিমেতে সূর্য্য ডুবে
লাল বর্ণের দেখতে,
শংকিত মন হয় না তখন
একটি নজর দেখতে।
রক্তিম সূর্য্য ডুবে যখন বিকেল বেলার শেষে,
আকাশ তখন আধাঁর হয় এক নিমিষে।
পন্থ পানে ধেনু সনে,
নবীন রাখাল ফিরে ভবনে।
পবন তখন শীতল হয়ে যায়,
পিছু না চেয়ে পাখি নীড়ে ফিরে যায়।