এখনো আমি কবি হইনি
যদিও পারি কবিতা লেখা,
অনেক কিছু বাকি রয়েছে
যা আজো হয়নি শেখা।


কবিতার খুঁজে ঘুরে বেড়াই
কত প্রান্তর মরু,
অগোচরে রয়েছে অনেক
খুঁজে পাইনি পুরো।


দু লাইন ছন্দে লিখলেই কি আর
কবি হওয়া যায়,
অহংকার করে লাভ কি বলো
খানিক বিদ্যায় ।


শব্দ যখন বাধবে বাসা
আপন মনের কোণে,
ধন্য হবে জীবন তখন
কবিতার ভুবনে।


কবিতা লিখতে পারলেই কিন্তু
সবাই কবি নয়,
যখন মনে ঘটে গোপনে
পূর্ণ প্রেমের উদয়,
মানুষ তখনই কবি হয়।