মানুষে দেয় অপার আনন্দ
মানুষেই দেয় জ্বালা,
মানুষের জন্য দরজায় গ্রিল
সবছে দামী তালা।
পাঁচ ইঞ্চি গাঁথুনি ঘরে
মজবুত গেইট রয়,
মানুষ হয়ে বেঁচে থেকেও
মানুষের প্রতি ভয়।
মানুষই একমাত্র প্রাণী
যতই কাছে থাকে,
ভালো না মন্দ ভেতরে কি
বুঝা যায় না তাকে।