এক নিঝুম রাতে,
বসেছিলাম আমি তোমার ছবি আকিতে।
দু চোঁখে স্বপ্ন শত, আকছি ছবি মনের মত,
প্রথমে কলম ধরলাম তোমার চুলেতে।

আমি কোন আর্ট শিল্পী নয় জানিনা আর্টের নীতি,
মনের  অজান্তেই দিলাম তোমার মুখের আকৃতি।
তার পর দৃষ্টি পড়লো আমার তোমার  চোঁখেতে।।

একেছি তোমার কালো দুটি চোঁখ উপরে দিলাম ভূরি,
ভাবলাম তোমার কোমল ওষ্ঠ কিভাবে অংকন করি।
অংকন করলাম শেষে তোমার মায়া দেওয়াতে।।

কান একেছি গলা একেছি মধ্যে দিয়েছি নাক,
তোমার দেহ দিতে গিয়ে  হারিয়ে গেলো বাক।
কলম আমার থেমে গেলো সেইখানেতে।।

ভাবলাম আমি কি করছি ন্যায় না অন্যায়,
তুমি যদি মান করো আমার ভাবনায়।
তুমি যদি কথা বলো না শেষে আমার সাথে।

অনেক্ষণ করলাম পালন আমি নীরবতা,
তোমার রূপ বর্ণনা করলাম লিখে কবিতা।
তুমি পড়ে বললে মোরে তুমি আমার কবি,
আকা আর হলো না প্রিয় তোমারই ছবি।